ঐতিহাসিক স্থাপনার পুনরুদ্ধারের আগে ও পরে

Emadul Mubin
By -
0

আভিজাত্য কিংবা উৎকর্ষতা চিরদিন থাকে না, এই কথার সবচেয়ে বড় প্রমাণ হলে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত সভ্যতাগুলো। এক সময় সদর্পে সমৃদ্ধ সভ্যতাগুলো আজ ইতিহাসের পাতায় আটকানো। কালি ও কলমে লেখা কিছু সাল, কিছু ঘটনা ঐ সভ্যতাগুলোকে প্রতিনিধিত্ব করে।

কিন্তু আরেকটি বিষয় আছে যা আমাদের সামনে অতীতের সমৃদ্ধ তবে বর্তমানে পতিত ঐ সভ্যতাগুলো সম্পর্কে এক সচিত্র বর্ণনা উপস্থাপন করে, তা হলো স্থাপত্যকলা। পৃথিবীর আনাচে কানাচে প্রাচীন স্থাপত্যকলার নানা নিদর্শন অতীতের জাঁকজমকপূর্ণতার বাহক।

তবে ঐ স্থাপত্য নিদর্শনের অনেকগুলোই দীর্ঘদিন অবহেলিত থাকার ফলে মাটির নিচে হারিয়ে গিয়েছিল যেগুলো আধুনিক যুগে পুনরুদ্ধার করা হয়। এমনই কিছু পুনরুদ্ধারকৃত স্থাপনার পূর্বাপর তুলনামূলক চিত্র নিয়ে এই প্রবন্ধটি।

#১. সূর্যের পিরামিড, টিওটিহুয়াকান (Pyramid of the Sun, Teotihuacán), মেক্সিকো। এটি পৃথিবীর বৃহত্তম পিরামিডগুলোর একটি। নিচের ছবিতে পুনরুদ্ধারের আগের ও পরের চিত্র।

Pyramid of the Sun, Teotihuacán, Mexico

#২. নব্য সুমেরীয় সভ্যতার স্থাপত্যকলার চিত্তাকর্ষক নিদর্শন জিগুরাত অফ উর (Ziggurat of Ur)। এই স্থাপনাটি বর্তমান ইরাকে নাসিরিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত। নিচের স্থাপনাটি পুনরুদ্ধার ও সংস্কারের আগের ও পরের চিত্র।

Ziggurat of Ur, Iraq

#৩. প্রাচীন গ্রীকের ম্যাগনেসিয়া নামক শহরের এই স্টেডিয়ামটি বর্তমান তুরস্কে অবস্থিত। প্রিয় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্থাপনাটি ১৮৯০ এর দশকে পুনরুদ্ধার করা হয়।

Magnesia Stadium, Türkiye

#৪. দ্য গ্রেট স্ফিংস, প্রাচীন মিশরীয় দেবীর মূর্তি আজও দর্শকদের নজরকাড়ে। নিচের স্থাপনাটি পুনরুদ্ধার ও সংস্কারের আগের ও পরের চিত্র।

Great Sphinx of Giza, Egypt 

#৫. চিচেন ইতজা (Chichen Itza) আধুনিক সপ্তাশ্চর্যের অন্যতম মেক্সিকোর মায়া সভ্যতার স্থাপত্যকলার নিদর্শন। স্থাপনাটি পুনরুদ্ধার ও সংস্কারের আগের ও পরের চিত্র।

Chichen Itza, Mexico

#৬. মধ্য আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা মায়া সভ্যতার স্থাপত্যের আরেকটি নিদর্শন হলো টিকাল, গুয়াতেমালা (Tikal, Guatemala)। এটি মায়া সভ্যতার মন্দির ছিল বলে ধারণা করা হয়।

Tikal, Guatemala

#৭. আন্দিজ পর্বতমালার কোলে অবস্থিত পেরুর মাচ্চুপিচ্চু ইনকা সভ্যতার উৎকর্ষতার প্রতীক। একইসাথে আধুনিক সপ্তাশ্চর্যের তালিকায় থাকা বিভিন্ন এই স্থাপনার সমষ্টি বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। ছবিতে পুনরুদ্ধারের আগের ও পরের মাচ্চুপিচ্চু।

Sanctuary of Machu Picchu, Peru


এই স্থাপনাগুলো এক সময় ঐ সভ্যতাগুলোর প্রাণকেন্দ্র ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় স্থাপনাগুলো প্রয়োজনীয়তা হারিয়েছে, মাটির নিচে হারিয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)