![]() |
মহাকবি জন মিল্টন (১৬০৮-১৬৭৪) |
কে ছিলেন জন মিল্টন?
জন মিল্টন হলেন একজন ইংরেজ কবি, রাজনীতিবিদ, ঐতিহাসিক এবং ক্ষুদ্র পুস্তিকা ব্যবহাররচয়িতা (Pamphleteer)। তিনি ১৬০৮ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ১৬৭৪ সালে সেখানে মৃত্যুবরণ করেন। তার রচিত Paradise Lost এবং Paradise Regained নামক দুটি মহাকাব্য তাকে মহাকবি হিসেবে খ্যাতি এনে দিয়েছে। এমনকি তাকে উইলিয়াম শেক্সপিয়ারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
তার রচিত Paradise Lost এবং Paradise Regained নামক মহাকাব্য দুটি বাইবেলের এডাম ও ইভের স্বর্গ থেকে বিদায় শীর্ষক ঘটনাকে বিষয়বস্তু করে রচিত। এরমধ্যে Paradise Lost-এর প্রধান থিম হলো To justify the way of God to man। ১৬৬৭ এবং ১৬৭১ সালে তিনি যথাক্রমে Paradise Lost এবং Paradise Regained এই মহাকাব্য দুটি রচনা করেন। এ সময় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
মিল্টনের উল্লেখযোগ্য কর্মসমূহ:
1. Paradise Lost (Epic);
2. Paradise Regained (Epic);
3. Of Education (Prose);
4. Lycidas (Elegy);
5. Comus (masque/ a type of theatre entertaining poetry);
6. On Shakespeare (First published poem);
7. O Nightingale (Sonnet);
8. Samson Agonistes (Classical Tragedy).
মিল্টনের বিখ্যাত কিছু উক্তি:
• “Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost, John Milton)
অর্থ: স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকের রাজত্ব করা শ্রেয় / হাতির লেজ হওয়ার চেয়ে সাহসী পিপড়া হওয়া শ্রেয়।
• “Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost, John Milton)
অর্থ: মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে।
• “Awake, arise or be forever fallen.” (Paradise Lost, John Milton)
অর্থ: জাগ্রত হও উঠে দাঁড়াও অথবা চিরতরে পতিত হও।
• “Solitude sometimes is the best society.” (Paradise Lost, John Milton)
অর্থ: মাঝে মাঝে একাকিত্বই সর্বশ্রেষ্ঠ সমাজ।
• “Childhood shows the man, as morning shows the days.” (Paradise regained, John Milton)
অর্থ: সকালের সূর্য যেমন দিবসের প্রতিচ্ছবি, তেমনি একজন শিশু একজন পরিপূর্ণ মানুষের প্রতিচ্ছবি।
• “Books are not absolutely dead things, but do contain a potency of life in them to be as active as that soul whose progeny they are.”
অর্থ: বই পুরোপুরি মৃত বস্তু নয় বরং এর মাঝে জীবনীশক্তিও বিদ্যমান এবং সেই জীবনীশক্তি তার রচয়িতার মতোই সক্রিয়।
• “Give me the liberty to know, to utter, and to argue freely according to conscience, above all liberties.” (Areopagitica, John Milton)
অর্থ: আমাকে স্বাধীনভাবে কথা বলতে দাও, জানতে দাও, মুক্তভাবে যুক্তি তুলে ধরতে দাও, দাও স্বাধীনতা।
• “Many a man lives a burden to the Earth, but a good book is the precious life-blood of a master spirit, imbalmed and treasured up on purpose to a life beyond life.” (Areopagitica, John Milton)
অর্থ: পৃথিবীতে অনেক মানুষই অন্যের বোঝা হয়ে বাস করে কিন্তু মহৎ হৃদয়ের মানুষদের মূল্যবান জীবনীশক্তি হলো বই।
মহান ব্যক্তিরা আমাদের জীবনের অনুপ্রেরণা, তাদের সামান্য কথা থেকেও আমাদের শেখার জন্য অনেক কিছু রয়েছে।
References:
1. Britannica
2. A Gateway to English Literature, S M Shamim Ahmed.