সম্প্রতি বাশার আল আসাদের পতনের পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে সিরিয়ার রাজধানী দামেস্ক। পৃথিবীর প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনৈতিক উপাখ্যানের রাজধানী সিরিয়ার দামেস্ক। খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে বিজ্ঞান, সংস্কৃতি, রাজনীতি, শিল্প ও সাহিত্যের কেন্দ্র ছিল প্রাচীন এই শহর। উমাইয়া খেলাফত এবং বিভিন্ন সভ্যতার কেন্দ্র ছিল দামেস্ক শহর।
![]() |
দামেস্কের স্থাপত্যের আইকন উমাইয়া মসজিদ। |
আসুন জেনে নেই এই শহরের ইতিবৃত্ত সম্পর্কে।
♦ অবস্থান:
• দামেস্ক শহরটি দক্ষিণ সিরিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৯০ মিটার উপরে মালভূমিতে অবস্থিত।
• দামেস্কের প্রশাসনিক অঞ্চল ২৬ হাজার বর্গ মাইল। মূল শহরের আয়তন ১০৫ বর্গ কিলোমিটার।
• শহরটি উত্তর ও পশ্চিমে কালামউন পর্বতমালা এবং পূর্বে লেবানন পর্বতমালা দ্বারা বেষ্টিত।
![]() |
মানচিত্রে দামেস্ক শহর |
♦ নামকরণ:
দামেস্ক শহরের নামকরণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে,
• কেউ কেউ বলেছেন, "দামাস্কাস" একটি অ্যাসিরীয় উৎসের শব্দ, যার অর্থ সমৃদ্ধ দেশ।
• কেউ বলেন, শাম বিন নূহ আ. এর নামানুসারে এর নামকরণ করা হয়েছিল 'শাম'
♦ ইসলামি যুগ:
উমাইয়া খলিফারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি উমাইয়া খেলাফতের রাজধানী ছিল। উমাইয়া শাসনের অবসান ও আব্বাসীয়দের হাতে দামেস্কের পতনের আগ পর্যন্ত শহরটি ইসলামী খেলাফতের কেন্দ্রবিন্দু ছিল।
![]() |
দামেস্ক শহরের বিভিন্ন নিদর্শন |
♦ ফরাসি শাসন
প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৪-১৯১৮) তুরস্ক এবং জার্মানি দামেস্ক শহরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। ১৯১৮ সালে সিরিয়ান আরব বিদ্রোহী বাহিনী ব্রিটিশদের সহায়তায় এটি দখল করে। ১৯২০ সালের মার্চ মাসে দামেস্ক শহরকে স্বাধীন আরব সরকারের রাজধানী ঘোষণা করা হয়। একই বছরের জুলাই মাসে ফরাসি বাহিনী শহরটি দখল করে নেয়। ১৯৪৬ সাল পর্যন্ত এখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। ১৯৭১ সালে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ায় বা'থ পার্টির শাসন প্রতিষ্ঠা করে।
![]() |
আল আসাদ পরিবার; এই পরিবারের হাফেজ ও তার ছেলে বাশার ৫০ বছরের বেশি সময় সিরিয়াস শাসন করেছে। |
♦ সিরিয়ায় বিপ্লব (২০১১-২০২৪)
২০১১ সালে সিরিয়ার রাজধানীতেও প্রভাব পড়ে আরব বসন্তের। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি দামেস্কের কেন্দ্রস্থলে স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে আসাদ সরকার সেনাবাহিনী ব্যবহার করে এবং নির্মম অত্যাচার চালায়।
![]() |
২০১১ সালের পর থেকে যুদ্ধ বিধ্বস্ত দামেস্ক |
সর্বশেষ ৮ ডিসেম্বর ২০২৪-এ হায়াত তাহরির আল শামের যোদ্ধাদের হাতে পতন ঘটে দীর্ঘ দিনের স্বৈরাচার আসাদ সরকারের।
![]() |
দামেস্কের বিপর্যস্ত জনজীবন |
তবে এখন দেখার বিষয় সিরিয়ার রাজধানী দামেস্ক তার পূর্ব ঐতিহ্য ফেরত আসতে পারে কিনা নাকি আবার যুদ্ধবিধ্বস্ত ভাগাড়ে পরিণত হবে।